Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে। উত্তরায় গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় এমন আলোচনা হয়েছে। আরও আলোচনার জন্য আগামী ১৮ আগস্ট নেতারা আবারও বৈঠকে বসবেন। বৈঠকে বর্তমান রাজনীতি, সংস্কার, বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ূম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব প্রমুখ। বৈঠকে নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, জুলাই সনদের কার্যক্রমে গণতন্ত্র মঞ্চ ইতিবাচকভাবে কাজ করছে এবং যৌক্তিক ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।