সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
বাগমারার ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছে তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লব। জানা গেছে, তাহেরপুর কলেজ চত্ত্বরের সাতটি পুকুরসহ প্রায় তিন একর সম্পত্তি রয়েছে। রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ মেয়র থাকাকালে কলেজের সেই সম্পত্তিতে ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১টি ঘর নির্মাণ করেন। পৌরসভার অর্থায়নে নির্মিত এসব ঘর থেকে ভাড়া দিয়ে টাকা উঠাতে থাকেন তিনি। লীগ উৎখাতের পর স্থানীয় বিএনপি নেতারা ঘরগুলো দখল করে। সম্প্রতি ইউএনও ওই ঘরগুলো থেকে ভাড়া আদায় করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, সাবেক এমপিকে পুর্নবাসনের চেষ্টা করছেন ইউএনও।
দুটি বিমানঘাঁটির পর এবার ইসরাইলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসরাইলের হাইফা বন্দরের কাছে অবস্থিত ‘রামাত দাভিদ’ বিমানঘাঁটিতে একটি প্যালেস্টাইন ২ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ভিডিও ইতোমধ্যেই ইয়েমেনের আল মাসিরাহ টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। এই বন্দরটি মূলত যুদ্ধ বিমানের ঘাঁটি। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ছে। যতক্ষণ না ইসরাইলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবে’।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ তারিখ সোমবার সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি, সঙ্গে উনার দুই বউ’মা, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান আসার কথা রয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চাইতে উনি ডেফিনেটলি ভালো।’ ফখরুল বলেন, ‘ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা উনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস, সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা যদি শেষ মুহুর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ তারিখ উনি রওনা হলে ইনশাল্লাহ ৫ তারিখ সকালে দেশে ১১টা দিকে এসে পৌঁছাবেন।’ প্রস্তুত করা হয়েছে বাসভবন ফিরোজা!
এবি পার্টি'র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। তিনি বলেন, বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আরো বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলকে জনগণের আদালতে তোলার ব্যবস্থা সরকারকেই করতে হবে।
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তিতে প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এর অর্থ হচ্ছে ট্রাম্প ‘কিয়েভের শাসনামল ভেঙে দিয়েছেন’। কেননা এখন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার জন্য খনিজ সম্পদের মাধ্যমে অর্থ দিতে হবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ‘এই চুক্তিটি রুশ নেতৃত্বকে দেখাবে যে ইউক্রেনীয় ও আমেরিকান জনগণের মধ্যে এবং আমাদের লক্ষ্যগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই। এটি রাশিয়ান নেতৃত্বের জন্য একটি শক্তিশালী সংকেত। চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ভিত্তিতে আলোচনার ক্ষমতা দেয়।' এবার চুক্তিটি ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদনের পালা।
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে, তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে- একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে। আরও বলেন, সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলছে। একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।
উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএনের তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদ নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন। আরও বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এই আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জনগণ বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা ও আস্থার প্রতীক মনে করে। তিনি অবিসংবাদিত নেত্রী। তিনি নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অনেক শ্রমিকদের প্রাণ গেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর এই শ্রমিকরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা। ১৯৭৮ সালে জিয়াউর রহমান শ্রমিক সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দেন উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। গত দুই বছর শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আগামীতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে।
পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতির পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দিয়েছে এনসিপি। তানভীর বলেন, এনসিপিতে পদ ফিরে না পাওয়া মানে হলো অভিযুক্ত হওয়া। এই মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে স্পষ্ট বলছি, আমি অভিযুক্ত না। নিজেকে এজন্যই আইনের হাতে সোপর্দ করবো যাতে এর পরিপূর্ণ তদন্ত হয়। পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো এবং সরকারের কাছে পরিপূর্ণ তদন্ত চাইবো। আরো বলেন, সব মিলিয়ে আমি জীবনে পাঁচবার সচিবালয়ে গিয়েছি। তানভীর বলেন, বই ছাপানোর কাজে অগ্রগতির জন্য গিয়েছিলাম। আমরা বই ছাপানো বা এর অগ্রগতি সরকারকে জানাতাম। এর বেশি কিছু না। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের একজন সাধারণ মানুষেরও সচিবালয়ে এন্ট্রি থাকা উচিত। উপদেষ্টা থেকে শুরু করে সচিবালয়ের সব কর্মকর্তার নম্বর ওয়েবসাইটে দেওয়া থাকে। সেখানে যাওয়া যদি অপরাধ হতো তাহলে নম্বরগুলো ওয়েবসাইটে দেওয়া থাকত না!
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে।’ তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। আরো বলেন, শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারত্ব ছাড়া এটি সম্ভব নয়। সফল হলে এমন অংশীদারত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। প্রেস সচিব বলেন, ব্রেটন উডস চুক্তির পর যে পুরোনো অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে উঠেছিল এবং যা ডব্লিউটিও দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তা এখন বিলীন হয়ে যাচ্ছে। এখন হয়তো অবশেষে বাংলাদেশের সময় এসেছে। আমরা কি এই মুহূর্তকে কাজে লাগাতে পারব?’ রাজনীতি এখানে একটি মূল ভূমিকা রাখবে!
আরো নিউজ দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।