একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার-পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। তিনি বলেন, জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, এখনো করব না ইনশাআল্লাহ। বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বলেন, নিজেরা অন্যায় কাজ করব না, অন্যকেও করতে দেব না। অন্য কেউ করলে তা জানিয়ে দেওয়া। বাবর বলেন, তারেক রহমানকে এই বলে ধন্যবাদ দেব যে, অতীতের যেকোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী। এই নেতা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি।
জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন- ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কুরআন-সুন্নাহর বিধান চালু করা যায়, তবে মানুষের মুক্তি মিলবে; দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আরো বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে।
জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবার যেন-তেন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা যে ভোরের আলো দেখছি, সংস্কার না হলে সেই আলো প্রস্ফুটিত হবে না। এই আলো কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে আগেই প্রস্তাব দিয়েছিলাম- আসুন আমরা আন্তঃদলীয় সংলাপ করে একটি সুন্দর পরিকল্পনা তৈরি করি। বিভিন্ন দলের মাঝে যে আস্থার সংকট রয়েছে তা যেন দূর হয়। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না। আরো বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। কুমিল্লা প্রসঙ্গে বলেন, এখানে অনেক সমস্যা রয়েছে। নগরীর যানজট এবং জলাবদ্ধতা মানুষের প্রধান সমস্যা। কুমিল্লা বিভাগ নিয়ে সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এই সরকার থাকতেই যেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই নেতা বলেন, নির্বাচন হওয়ার প্রশ্নে আমরা কোনো শঙ্কা প্রকাশ করছি না। সরকার সিন্সিয়ার হলে সব কিছু ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হবে।
জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা মানে এমন এক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়। সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য থাকে না। এর জন্য প্রয়োজন দেশের সর্বস্তরে বৈষম্যের উৎসগুলো নির্মূল করা, একটি স্বতন্ত্র ও শক্তিশালী বিচার বিভাগ নিশ্চিত করা এবং শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন ঘটানো। মা-বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তিনি বলেন, আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে বেকার নারীদের যোগ্য করে গড়ে তুলতে জামায়াত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তুলবে। নারীদের আলাদা কর্মক্ষেত্র তৈরি করলে দেশ যেভাবে এগোবে তেমনি পারিবারিকভাবে সুসংহতি গঠন হবে। সেই সঙ্গে রাজধানীতে যাতায়াতের জন্য নারীদের নিরাপদ পরিবহন ও মহিলা হোস্টেলের উন্নত পরিবেশ তৈরি করা হবে। দল হিসেবে নারীদের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখে জামায়াত।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতিশূন্য করতে দেশি-বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় হয়েছে। আব্বাস বলেন, অনেক আওয়ামী লীগ সমর্থক আমলা আবারও সক্রিয় হয়ে উঠেছে, কারণ তারা মনে করছে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিলে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল হবে। ‘ এই নেতা বলেন, ইসলামী দলসহ কয়েকটি রাজনৈতিক শক্তি নানা ইস্যু উত্থাপন করছে, যাতে ফেব্রুয়ারির নির্বাচনের পথ রুদ্ধ হয়। একটি দল তো বলছে, তাদের দাবি না মানা পর্যন্ত নির্বাচন হতে দেবে না। তারা ফ্যাসিবাদীদের মতো আচরণ করছে’। আরো বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে ‘অশুভ উদ্দেশ্য’ সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতা বলেন, আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি, নিজ দেশের মাটি অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য নয়।’ ইসলামী দলগুলোর জোট গঠনের চেষ্টা নিয়ে বলেন, বিএনপি এতে চিন্তিত নয়। ‘বাংলাদেশের জনগণ উদারপন্থী মুসলিম, তারা সাম্প্রদায়িকতাকে নয়, গণতান্ত্রিক ও মধ্যপন্থী দলকেই পছন্দ করে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশে একটি সরকারি সফর করবেন। ঢাকায় তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রসঙ্গত, ইসহাক দারের মূলত ২৭–২৮ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়। পরে বাতিল হয় সফর।
এনসিপির নাহিদ ইসলাম মালয়েশিয়ায় এসেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে নাহিদ পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার সফর কার্যক্রম শুরু করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া প্রবাসী সকল সহযোদ্ধাকে নেতার সফরের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। নাহিদ ইসলাম ২২-২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক নুর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ তা ভেঙে দিবে। তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করবো। যারা লুটপাট, গুম খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতির করার কারণে হামলা নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপানারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। নুর বলেন, আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দল করেন। বিএনপি, জামায়াত গণঅধিকার এনসিপি যে দল ভালো লাগে সেই দল করেন। তিনি বলেন, শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনের দুই মাস আলাপ করলাম। কিন্তু কোনও কাজের কাজ হয়নি। জুলাই সনদে জনআকাঙ্খা পুরণ না হলে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে৷ সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই মো. রিহান উদ্দিন মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় স্থানীয় সমবয়সি মানিক ও রাহাত নামের দুই কিশোরসহ মাহিনের পিতা লোকমান মারাত্মক আহত হন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মো. নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে। জানা যায়, মাহিন, মানিক ও রাহাত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিএনজি অটোরিকশায় নিজ এলাকায় এলে সেখানে ওতপেতে থাকা একদল যুবক মাহিন ও তার বন্ধুদের ধাওয়া করে। এরপর পালিয়ে একটি ভবনে আশ্রয় নিলে মারধর করে খুন করে। নিহতের ফুফু সুখী বেগম বলেন, আমার ভাইপো আমার কাছে পানি চেয়েছে তারা সেটিও দিতে দেয়নি। তারা রশি দিয়ে বেঁধে বেধড়ক মারতে মারতে তাকে হত্যা করেছে।পালিয়ে আশ্রয় নেওয়া ঘরের মালিক মোবারক জানান, আমাদের ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। লোকজনের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি কয়েকজন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন।
জাপানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করা হয়েছে। ফলে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো। এ সেবা সশরীরে উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় পড়েছেন। তিনি জানান, এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।
'মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিনের মধ্যেই সেতুর ল্যাম্পপোস্টে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে সেতুর পুরো অংশ। স্থানীয়দের অভিযোগ, চোর চক্র সেতুর হরিপুর পয়েন্ট থেকে মাটি খুঁড়ে বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। এর ফলে গত দুইদিন ধরে সেতুতে কোনো বাতি জ্বলছে না। এ ঘটনায় এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতি ও অবেহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী। এর আগে, উদ্বোধনের দিন বুধবার রাতেও সেতুতে আলো জ্বলেনি। হাজারো মানুষ সেতু দেখতে এলেও অন্ধকারের কারণে পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। এ নিয়ে প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী দাবি করেছিলেন, কন্ট্রোল মেশিন হঠাৎ নষ্ট হওয়ায় লাইট জ্বালানো সম্ভব হয়নি। তিনি জানান, সমস্যা সমাধানে ৩ থেকে ৫ দিন সময় লাগবে। কিন্তু শুক্রবার ক্যাবল চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের এক দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় পরিবার গিয়ে মরদেহটি শনাক্ত করে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে তার ছেলে ঋত সরকার গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহত বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রমাণিত হয়েছে গুম-হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। সুতরাং এই দেশের মাটিতে তার বিচার অবশ্যই হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তিও হতে হবে। ফখরুল বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা। দলের পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারব, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি। আরও বলেন, বিএনপির সতেরোশ নেতা-কর্মীকে গুম করে দেয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম-খুনের শিকার স্বজনদের কষ্টে তিনি ভেঙে পড়েন উল্লেখ করে মহাসচিব বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম।
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবক লোহার গ্রিলে শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে। মৃত দুর্জয় চৌধুরী কমল চৌধুরীর ছেলে ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ছিলেন। জানা যায়, প্রধান শিক্ষক রাবেয়া খানম ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার সময় দুর্জয় প্রধান শিক্ষকের সঙ্গে থানায় ছিলেন। দুর্জয় চৌধুরীর পরিবারের লোকজন জানান, প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয়কে সঙ্গে করে থানায় নিয়ে গিয়ে পুলিশে হস্তান্তর করেন এবং থানা হাজতে রাখার জন্য ওসিকে চাপ সৃষ্টি করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, দুর্জয় চৌধুরী টাকা আত্মসাৎ করে খরচ করে ফেলার কথা স্বীকার করলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে ফোনে তিনি জানান।
আরো ফিড দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।