বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ২৮ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সরকারি পত্রে বেবিচককে এ সিদ্ধান্ত জানানো হয় এবং ২৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
মন্ত্রণালয় জানায়, বেবিচক একদিকে রেগুলেটর হিসেবে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা তদারকি করে, অন্যদিকে অপারেটর হিসেবে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদান ও বিমানবন্দর পরিচালনা করে। এই যুগপৎ ভূমিকার কারণে সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের সংঘাত তৈরি হয়। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর অডিট এবং গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্ত কমিটির প্রতিবেদনে বেবিচকের রেগুলেটর ও অপারেটর সত্তা পৃথক করার সুপারিশ করা হয়েছিল।
সরকার জানিয়েছে, প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধনের মাধ্যমে দ্রুত পৃথক অপারেটর সংস্থা গঠন করা হবে, যা আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি বেসামরিক বিমান পরিষেবার মান উন্নয়নে সহায়তা করবে।