Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ২৮ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সরকারি পত্রে বেবিচককে এ সিদ্ধান্ত জানানো হয় এবং ২৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

মন্ত্রণালয় জানায়, বেবিচক একদিকে রেগুলেটর হিসেবে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা তদারকি করে, অন্যদিকে অপারেটর হিসেবে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদান ও বিমানবন্দর পরিচালনা করে। এই যুগপৎ ভূমিকার কারণে সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের সংঘাত তৈরি হয়। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর অডিট এবং গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্ত কমিটির প্রতিবেদনে বেবিচকের রেগুলেটর ও অপারেটর সত্তা পৃথক করার সুপারিশ করা হয়েছিল।

সরকার জানিয়েছে, প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধনের মাধ্যমে দ্রুত পৃথক অপারেটর সংস্থা গঠন করা হবে, যা আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি বেসামরিক বিমান পরিষেবার মান উন্নয়নে সহায়তা করবে।

30 Jan 26 1NOJOR.COM

বেবিচককে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থায় বিভক্ত করার সিদ্ধান্ত

Person of Interest

logo
No data found yet!