একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
মিরপুর ১৩ নম্বর সেকশনে খালের অস্থায়ী সাঁকোর উপরে লাল গালিচায় হেঁটে খাল সংস্কার কার্য উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া! লাল গালিচা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি তো খেয়াল করিনি। ফেব্রুয়ারির মধ্যে তিন নদী দূষণ মুক্ত করার কথাও জানান তিনি। প্রতিটি নদীতে পাঁচ মিটার পলিথিন রয়েছে। এডিবি থেকে ১৬ই ফেব্রুয়ারি একটি দল আসবে, যারা চীন, নেপাল ও ইন্দোনেশিয়াতে নদী উদ্ধার করার অভিজ্ঞতা বর্ণনা করবেন, এসব কথা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান!
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।