আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’ চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও প্রধান উপদেষ্টা আরব আমিরাত সফরে বিষয়টি আলোচনা করেন এবং আরব আমিরাত এই বিষয়ে সহায়তা করতে চায় বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের জায়গায় ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’