Web Analytics

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৪০) এবং মানিকছড়ির ফকিরটিলা এলাকার মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন—পুলিশ কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী ইয়াছিন (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও হাফিজকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!