চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৪০) এবং মানিকছড়ির ফকিরটিলা এলাকার মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন—পুলিশ কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী ইয়াছিন (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও হাফিজকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।