গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মিয়ানমার বংশোদ্ভূত নূর মোস্তফার শাহাদাতের স্বীকৃতি ও শহীদ পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘স্যাড’ ও ‘জুলাই রেকর্ডস’। জানা গেছে, শহীদ মোস্তফার জন্ম বাংলাদেশে, তবে তার পরিবারের পূর্ব নিবাস আরাকানে। তার বাংলাদেশী জন্ম সনদও রয়েছে। হাসান এনাম বলেন, এটি এই জাতির জন্য লজ্জার যে একজন জুলাই শহীদের স্বীকৃতির জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে, স্মারকলিপি দিতে হচ্ছে। আমরা জেনেছি জুলাইয়ের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি শহীদ নূর মোস্তফার নাম শহীদদের তালিকা থেকে বাদ দিয়েছে। উমামা ফাতেমা বলেন, আমরা পূর্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে শহীদ নূর মোস্তফার স্বীকৃতির জন্য স্মারকলিপি দিয়েছিলাম। এছাড়াও তার পরিবারকে সম্মানসূচক নাগরিকত্বের দাবি জানিয়েছিলাম। জুলাই শহীদদের এবং আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।