Web Analytics

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে সাতজন নিহত এবং আরও ৮২ জন নিখোঁজ হয়েছেন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এ তথ্য নিশ্চিত করেছেন। জাভা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর স্থানীয় এক গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ এর আগে শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণেই ভূমিধসের সৃষ্টি হয়েছে।

গত মাসে উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে মারাত্মক ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আবারও সামনে এনেছে।

Card image

Related Threads

logo
No data found yet!