মালয়েশিয়ার জোহর প্রদেশে ১৫ জুলাই অভিযান চালিয়ে ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগে অভিযান পরিচালিত হয়। আটককৃতদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।