রোববার সকালে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনটি প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়। এর আগে শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন এবং পরদিন কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, শনিবার মিয়ানমারেও ৩ দশমিক ৫, ৩ দশমিক ৭ ও ৩ দশমিক ৪ মাত্রার তিনটি ছোট ভূমিকম্প হয়। সর্বশেষ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা অঞ্চলটির ভূমিকম্পীয় কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।