Web Analytics

রোববার সকালে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনটি প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়। এর আগে শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন এবং পরদিন কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, শনিবার মিয়ানমারেও ৩ দশমিক ৫, ৩ দশমিক ৭ ও ৩ দশমিক ৪ মাত্রার তিনটি ছোট ভূমিকম্প হয়। সর্বশেষ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা অঞ্চলটির ভূমিকম্পীয় কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

23 Nov 25 1NOJOR.COM

মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, থাইল্যান্ডেও কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতি হয়নি

Person of Interest

logo
No data found yet!