রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় বের হয়ে যান সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। সকাল সাড়ে ১০টায় কলেজে আসার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তারা ৫ নম্বর ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন। একাধিকবার কলেজ ছাড়ার চেষ্টা করেও শিক্ষার্থীদের বাধায় ব্যর্থ হন তারা। অবশেষে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে গাড়িবহর দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোর পথ দিয়ে কলেজ ত্যাগ করে।