রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় বের হয়ে যান সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। সকাল সাড়ে ১০টায় কলেজে আসার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তারা ৫ নম্বর ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন। একাধিকবার কলেজ ছাড়ার চেষ্টা করেও শিক্ষার্থীদের বাধায় ব্যর্থ হন তারা। অবশেষে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে গাড়িবহর দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোর পথ দিয়ে কলেজ ত্যাগ করে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় বের হয়ে যান সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।