Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এক মহীয়সী ব্যক্তিত্ব, যার অবদান ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না। তিনি সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক ছিলেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতিকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়েছেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের প্রশংসা করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম মো. ছালাহ্‌ উদ্দিন। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!