বরগুনার আমতলীতে বিএনপির চাওড়া ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা শেষে পদ-পদবি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তালুকদার বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ছালাম মল্লিক ও হাসান বয়াতির পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি হয়। স্থানীয় নেতারা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।