বরগুনার আমতলীতে বিএনপির চাওড়া ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা শেষে পদ-পদবি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তালুকদার বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ছালাম মল্লিক ও হাসান বয়াতির পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি হয়। স্থানীয় নেতারা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বরগুনার আমতলীতে বিএনপির চাওড়া ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা শেষে পদ-পদবি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।