গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে দফায় দফায় হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলের সঙ্গে একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এর আগে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে ছাত্রলীগের হামলা হয় এবং পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন। শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।