Web Analytics

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর ১১৭টি চরের নারীরা কৃষিতে এক নীরব বিপ্লব ঘটাচ্ছেন। তারা নদীর বালুচরে ফসল ফলিয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখছেন। বীজতলা তৈরি, নিড়ানি দেওয়া, ফসল তোলা ও কাটা-মাড়াই—সব ক্ষেত্রেই তারা পুরুষদের সঙ্গে সমানভাবে কাজ করছেন। তাদের শ্রমে পরিবারে ফিরছে সচ্ছলতা ও স্থিতি।

তবে এই সফলতার আড়ালে রয়েছে গভীর বৈষম্য। নারী শ্রমিকরা জানিয়েছেন, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরুষদের সমান পরিশ্রম করলেও মজুরিতে পান অর্ধেকেরও কম—যেখানে পুরুষরা ৫০০-৬০০ টাকা পান, সেখানে নারীরা পান মাত্র ২০০ থেকে ২৬০ টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নারীর অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে, কিন্তু মাঠপর্যায়ে বৈষম্য এখনো রয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নারীরা কৃষিকাজে অত্যন্ত যত্নশীল ও দক্ষ।

সচেতন মহলের মতে, ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে এই চরাঞ্চলের নারীরা দেশের কৃষি উৎপাদনে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।

Card image

Related Threads

logo
No data found yet!