বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন এবং খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় মোদি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা দুই দেশের অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।
মোদি তাঁর বার্তার শেষে প্রার্থনা করেন, বেগম খালেদা জিয়ার আত্মা যেন শান্তিতে থাকে।