Web Analytics

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন এবং খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় মোদি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা দুই দেশের অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।

মোদি তাঁর বার্তার শেষে প্রার্থনা করেন, বেগম খালেদা জিয়ার আত্মা যেন শান্তিতে থাকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!