রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন ব্যবসায়ী আহত হন বলে জানা গেছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি করে আসছে। চাঁদা আদায় বন্ধ ও আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। কিন্তু মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
সংবাদে আহতদের সংখ্যা বা হামলার পর কোনো গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়নি।