রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন ব্যবসায়ী আহত হন বলে জানা গেছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি করে আসছে। চাঁদা আদায় বন্ধ ও আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। কিন্তু মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
সংবাদে আহতদের সংখ্যা বা হামলার পর কোনো গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়নি।
কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা, কয়েকজন ব্যবসায়ী আহত