Web Analytics

৬ ডিসেম্বর ১৯৯২ সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছে। মীর বাকী নির্মিত ১৬শ শতকের এই স্থাপনা ভেঙে পড়া ছিল কেবল একটি ভবনের পতন নয়, বরং ভারতের বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তার ওপর সরাসরি আঘাত। ঘটনাটি দেখিয়ে দেয়, ধর্মীয় জাতীয়তাবাদ যখন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলে, তখন প্রশাসনিক নৈতিকতা ও সামাজিক ভারসাম্য ভেঙে পড়ে।

১৯৪৯ সালের মূর্তি স্থাপন থেকে ১৯৮০–৯০ দশকের হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান পর্যন্ত দীর্ঘ উত্তেজনার ফলেই আসে ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ধ্বংস। লিবারহান কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল পরিকল্পিত ঘটনা। মানবাধিকার সংস্থার তথ্য বলছে, ১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায় মন্দির নির্মাণের অনুমতি দিলেও বিতর্কের অবসান ঘটায়নি। বিশ্লেষকদের মতে, ৬ ডিসেম্বর আজও এক সতর্কবার্তা—ধ্বংস নয়, সহাবস্থান ও ন্যায়বিচারই সভ্যতার ভিত্তি।

Card image

Related Threads

logo
No data found yet!