অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ ও সংস্কার কাজকে দীর্ঘতর করা ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সজাগ থাকতে বলেছেন তারেক রহমান। ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ৪৫ শহীদকে আর্থিক অনুদান ও র্যাবের গুলিতে যুবদল নেতাকে ঘর উপহার উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম খুন ও সব ধ্বংস করে গিয়েছে, যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে। গত ১৭ বছরের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপি জনগণের কথা ভাবে বলেই আড়াই বছর পূর্বেই আমরা ৩১ দফা দিয়েছে।