কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে বিএসএফ-এর পুশ-ইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারও স্থানীয় জনতা। বিজিবি ও আনসার ভিডিপি'ও পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থান নেয়। এর আগে বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে ৫০/৬০জন নাগরিককে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশ-ইন করার জন্য জড়ো করে। এক সময় গভীর রাতে বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ।