Web Analytics

কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে বিএসএফ-এর পুশ-ইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারও স্থানীয় জনতা। বিজিবি ও আনসার ভিডিপি'ও পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থান নেয়। এর আগে বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে ৫০/৬০জন নাগরিককে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশ-ইন করার জন্য জড়ো করে। এক সময় গভীর রাতে বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ।

31 May 25 1NOJOR.COM

বিএসএফ ৫০/৬০জন নাগরিককে পুশ-ইন করার জন্য জড়ো করে। পুশ-ইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারও স্থানীয় জনতা।

Person of Interest

logo
No data found yet!