সোমবার বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে আরো হাজার খানেক বসতি নির্মাণের দরপত্র ঘোষণা করেছে ইসরাইল। সংস্থাটি জানিয়েছে, নতুন বসতি নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা বৃদ্ধি পাবে ৪০% এবং এতে নিকটস্থ বেথেলহাম শহরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে গাজা ও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য তিনটি অঞ্চলই চায়। বসতি স্থাপনকে শান্তির জন্য বাঁধা হিসেবে গণ্য করে তারা। তবে ট্রাম্প বসতি স্থাপনে সমর্থন জানিয়েছে।