নেত্রকোনার মদনে গণঅভ্যুত্থানে আহত আলী হোসেন অন্তর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। এ কারণে তিনি জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। তার পরিবারের দাবি, অন্তরকে গেজেটভুক্ত করে জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব মাহির আকন্দ ফয়সাল জানান, ৪ আগস্ট আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি অন্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে এক তুমুল সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিল। নতুন করে জুলাইযোদ্ধাদের নোটিশ এলে জেলা কমিটির মাধ্যমে তার জন্য আমরা সুপারিশ করব।