নেত্রকোনার মদনে গণঅভ্যুত্থানে আহত আলী হোসেন অন্তর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। এ কারণে তিনি জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। তার পরিবারের দাবি, অন্তরকে গেজেটভুক্ত করে জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব মাহির আকন্দ ফয়সাল জানান, ৪ আগস্ট আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি অন্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে এক তুমুল সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিল। নতুন করে জুলাইযোদ্ধাদের নোটিশ এলে জেলা কমিটির মাধ্যমে তার জন্য আমরা সুপারিশ করব।
নেত্রকোনার মদনে গণঅভ্যুত্থানে আহত আলী হোসেন অন্তর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। এ কারণে তিনি জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি।