ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এর আওতায় ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার ও বন্দর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষ সংসদ অধিবেশনে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি গাজায় ইসরাইলি হামলাকে গণহত্যা আখ্যা দেন। গত বছর মে মাসে তুরস্ক সরাসরি বাণিজ্য স্থগিত করলেও এবার সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করল। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।