Web Analytics

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ পরিদর্শন করেন। আরমানিটোলায় তিনজন নিহত হওয়া ভবনটির মালিকপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি সাত দিনের মধ্যে ভবনের নকশা জমা ও ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেন। মুগদায় হেলে পড়া ভবন পরিদর্শন করে নিচতলার দোকান বন্ধ ও নকশা দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান বন্ধের নির্দেশ দেন। বাড্ডায় আলাতুন্নেসা স্কুলের দুটি ভবনে ফাটল ধরা পড়ায় নকশা জমা ও অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং পাঠদান সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন, ভূমিকম্পটি সতর্কবার্তা হিসেবে কাজ করেছে এবং সবাইকে সচেতন হতে হবে। পরিদর্শনে রাজউকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।