রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ পরিদর্শন করেন। আরমানিটোলায় তিনজন নিহত হওয়া ভবনটির মালিকপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি সাত দিনের মধ্যে ভবনের নকশা জমা ও ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেন। মুগদায় হেলে পড়া ভবন পরিদর্শন করে নিচতলার দোকান বন্ধ ও নকশা দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান বন্ধের নির্দেশ দেন। বাড্ডায় আলাতুন্নেসা স্কুলের দুটি ভবনে ফাটল ধরা পড়ায় নকশা জমা ও অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং পাঠদান সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন, ভূমিকম্পটি সতর্কবার্তা হিসেবে কাজ করেছে এবং সবাইকে সচেতন হতে হবে। পরিদর্শনে রাজউকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।