Web Analytics

শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, বাংলাদেশের অগ্রগতি ও বিনিয়োগ আকর্ষণের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। আমাদের দেশে সংঘাত দেখা দিলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। খালিদ হোসেন বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে লড়াই করেছে। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে সেখানে বিনিয়োগ বা পর্যটন কখনও বাড়বে না, উন্নয়ন থেমে যাবে। লালমনিরহাটকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি আখ্যা দিয়ে তিনি সকলকে মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান। মহানবী (সা.)-এর মানবিক যুদ্ধনীতি উদ্ধৃত করে তিনি বলেন, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।