Web Analytics

বগুড়ার ধুনট উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর পাঁচ কর্মী আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে এলেঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণা বন্ধ করতে বললে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালালে জামায়াতের জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা, আবু বক্কর ও সামিউল ইসলাম ছনেট আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ১৪ জনের নামসহ বিএনপির অজ্ঞাত অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!