Web Analytics

বগুড়ার ধুনট উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর পাঁচ কর্মী আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে এলেঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণা বন্ধ করতে বললে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালালে জামায়াতের জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা, আবু বক্কর ও সামিউল ইসলাম ছনেট আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ১৪ জনের নামসহ বিএনপির অজ্ঞাত অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!