দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী এপ্রিলের নির্বাচন সফল করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। কুমিল্লার দেবিদ্বারে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। শহীদদের ত্যাগ স্মরণ করে তিনি জনগণের স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।