দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী এপ্রিলের নির্বাচন সফল করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে। কুমিল্লার দেবিদ্বারে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। শহীদদের ত্যাগ স্মরণ করে তিনি জনগণের স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
হাসনাত আব্দুল্লাহর নির্বাচন রোডম্যাপ দাবি, নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান