মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সকালে তাদেরকে থানায় সোপর্দ করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। আটককৃতদের মধ্য থেকে ৩৫ জনকে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়েছে পুলিশ। অপর ৯ জনের স্বজনরাও জিম্মায় নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।