ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির বাংলাদেশি-তুর্কি গবেষক ড. এ. এফ. এম. শাহেন শাহ এমন এক মাল্টি-ড্রোন সিস্টেম উদ্ভাবন করেছেন, যা প্রাকৃতিক দুর্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনরায় চালু করতে সক্ষম। এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রোনগুলো আকাশে ভাসমান বেস স্টেশনের কাজ করে। তাঁর উদ্ভাবন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং Drones Journal-এ প্রকাশিত হয়েছে। এটি উদ্ধার কার্যক্রম দ্রুত করতে ও প্রাণ বাঁচাতে সহায়ক হবে। ড. শাহেন চান, দুর্যোগপ্রবণ বাংলাদেশে এই প্রযুক্তি বাস্তবায়ন হোক।