রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের পুষ্টিচিত্র নির্ধারণে গড় হিসাবের ওপর নির্ভরতা বিপজ্জনক, কারণ এতে ধনী-গরিবের প্রকৃত খাদ্যাভ্যাসের বৈষম্য আড়াল হয়। তিনি বলেন, ‘জিরো হাঙ্গার’ মানে শুধু পেটভরে খাওয়া নয়, পুষ্টিমান নিশ্চিত করাও জরুরি। কৃষিতে ভর্তুকি থাকলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না, যা দরকার বলে তিনি উল্লেখ করেন। দেশীয় প্রজাতির সুরক্ষা ও একুয়াকালচারে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ন্ত্রণের ওপরও তিনি জোর দেন। ফরিদা আখতার বলেন, দেশীয় মাছ ও প্রাণিসম্পদ বাংলাদেশের অমূল্য সম্পদ, যেগুলো সংরক্ষণ করা সময়ের দাবি। সম্মেলনে অন্যান্য বক্তারা নদীর মাছ ফিরিয়ে আনা, চাষের মাছের গুণগত মান রক্ষা ও খামারিদের স্বার্থে নীতিগত পদক্ষেপের আহ্বান জানান।