যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় ককটেল হামলায় স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হাই নিহত হন। মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন হামলাকারী তাকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। হামলায় মো. জিয়া নামে আরও একজন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এই হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।