যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় ককটেল হামলায় স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হাই নিহত হন। মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন হামলাকারী তাকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। হামলায় মো. জিয়া নামে আরও একজন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এই হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
যশোরে ঈদের নামাজ নিয়ে বিরোধের জেরে ককটেল হামলায় নিহত ১