মিটফোর্ডে নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হিন্দু হিসেবে তুলে ধরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাতে ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সোহাগ একজন মুসলিম, যার পিতার নাম মো. আইয়ুব আলী ও স্ত্রীর নাম লাকি বেগম। এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডব্লিউআইওএনসহ কয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর শিরোনাম দিয়েছে বলে অভিযোগ করেছে প্রেস উইং। তারা আরও দাবি করে, ভারতীয় মিডিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।