ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে। উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের অনুমোদিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য-সচিব হিসেবে আছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ। ১ জুলাই অনুষ্ঠিত প্রথম বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। চিফ রিটার্নিং কর্মকর্তা ড. জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা ড. গোলাম রব্বানী নির্বাচনী প্রক্রিয়া উপস্থাপন করেন।