Web Analytics

জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠেছে। গোপালগঞ্জের ঘটনার বিষয়ে নাজিম-উদ-দৌলা জানান, প্রত্যেকটি জীবন মূল্যবান। জীবনহানি কখনোই কাম্য নয়, আমরা আশাও করি না। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে সরকারি পর্যায়ে একজন বিচারপতিকে (অবসরপ্রাপ্ত) প্রধান করে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে ঘটনাটি কীভাবে হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। আরও বলেন, গোপালগঞ্জে কোনো দলকে নয়, যাদের জীবন নাশের হুমকি ছিল- তাদের সহায়তা করেছে সেনাবাহিনী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।