সুদানের আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর বিরুদ্ধে কর্দোফান রাজ্যের আল-নাহুদে ৩০০ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ তুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরএসএফ ঘোষণা দিয়েছে যে, তারা দক্ষিণ সুদানের আল-নাহুদ দখলের একদিন পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ‘আরএসএফ মিলিশিয়াদের প্রতি উদাসীনতার পাশাপাশি নম্র দৃষ্টিভঙ্গি’ পরিত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।