সুদানের আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর বিরুদ্ধে কর্দোফান রাজ্যের আল-নাহুদে ৩০০ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ তুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরএসএফ ঘোষণা দিয়েছে যে, তারা দক্ষিণ সুদানের আল-নাহুদ দখলের একদিন পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ‘আরএসএফ মিলিশিয়াদের প্রতি উদাসীনতার পাশাপাশি নম্র দৃষ্টিভঙ্গি’ পরিত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।